সৌতিঃ উবাচ
তুমি শোনো সূতপুত্র সঞ্জয় ! আমি তোমাকে যে কথাগুলো বলব, তার মধ্যেই আমার বুদ্ধি নিহিত আছে। আমার সেই বুদ্ধিযুক্ত কথাগুলি সঠিক ভাবে শোনার পরেই তুমি জানবে যে, আমারও একটা জ্ঞানের চোখ আছে, আমাকে তুমি 'প্রজ্ঞাচক্ষু' বলেই বুঝতে পারবে।