সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! নারদ আমাকে বলেছিলেন যে, কৃষ্ণ এবং অর্জুন হলেন মানুষরূপী প্রাচীন নর-নারায়ণ ঋষি। আর এমনটাই নাকি তিনি ব্রহ্মলোকে সম্যক প্রত্যক্ষ করেছিলেন। নারদের মুখে এই কথা শোনার পর আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।