আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

যদাশ্রৌষং নির্জিতস্যাধনস্য প্রব্রাজিতস্য স্বজনাৎপ্রচ্যুতস্য |  ১৯২   ক
অক্ষৌহিণীঃ সপ্ত যুধিষ্ঠিরস্য তদা নাশংসে বিজয়ায় সঞ্জয় ||  ১৯২   খ
অনুবাদ

শোনো সঞ্জয় ! আমি যখন শুনলাম - পাশাখেলায় পরাজিত যুধিষ্ঠির স্বজন-বান্ধবদের কাছ থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে বনে নির্বাসিত হয়েছে, তার সৈন্য-সামন্ত, ধন-সম্পত্তি কিছুই নেই, তখন সেই আত্মীয়হীন নিঃস্ব অবস্থাতেও তার কাছে সমাগত সৈন্যসংখ্যা সাত অক্ষৌহিণীতে পৌঁছেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।

টিকা