আদি পর্ব  অধ্যায় ২

সৌতিঃ উবাচ

বনবাসো’র্জুনস্যাপি সুভদ্রাহরণং ততঃ |  ৮৯   ক
হরণাহরণং চৈব দহনং খাণ্ডবস্য চ |  ৮৯   খ
ময়স্য দর্শনং চৈব আদিপর্বণি কথ্যতে ||  ৮৯   গ
অনুবাদ

এরপর নারদকৃত বৈবাহিক নিয়মের লঙ্ঘন ঘটায় অর্জুনের বনবাস। তারপর সুভদ্রাহরণ এবং যদুবংশীয় প্রধানদের কাছ থেকে পাণ্ডবদের যৌতুকলাভ যেটাকে সুভদ্রা-হরণের ফলস্বরূপ যৌতুকাহরণ বলা যায়। তারপর খাণ্ডব বন দহন। এরপর খাণ্ডবদহনের সূত্রে ময়দানবের সঙ্গে কৃষ্ণার্জুনের সাক্ষাৎকারের কথা বর্ণিত হয়েছে। অনুক্রমণিকা থেকে এই পর্যন্ত সমস্ত কাহিনী উপকাহিনী আদিপর্বের বিষয়বস্তু।

টিকা