সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম, দুর্যোধন ইত্যাদি আমার মূর্খ পুত্রেরা বালক অভিমন্যুকে বধ করে আনন্দে কোলাহল করছে এবং অন্যদিকে অর্জুনও ক্রোধে বিস্ফারিত হয়ে জয়দ্রথকে বধ করার জন্য প্রতিজ্ঞা উচ্চারণ করছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।