সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! যখন আমি শুনলাম, খাণ্ডববনের আগুন নেভানোর জন্য দেবরাজ ইন্দ্র জলবর্ষণ করছেন, অথচ তার উত্তরে অর্জুন উৎকৃষ্ট সব বাণ বর্ষণ করে সেই আগুন নিভিয়ে দিয়েছে, অধিকন্তু খাণ্ডববনে অগ্নিদেবকেও সন্তুষ্ট করেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।