রাম  উবাচ
পরশুরামের পিতৃপুরুষেরা তাঁকে বললেন - তুমি যা চাও, তাই হবে। কিন্তু তুমি এই ক্ষত্রিয়দের হত্যার প্রক্রিয়া থেকে এবার বিরত হও। ক্ষমা করো তাদের। এইভাবে ক্ষত্রিয়বধের ব্যাপারে নিষেধ শুনে পরশুরামও বিরত হলেন।