সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম, ধর্মরাজ যুধিষ্ঠির দ্রোণের পুত্র মহাবীর অশ্বত্থামাকে, দুঃশাসনকে এবং ভয়ঙ্কর যোদ্ধা কৃতবর্মাকে যুদ্ধে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।