সৌতিঃ উবাচ
সেই জন্যই পাণ্ডবদের পরাজিত করার জন্য দুর্যোধন গান্ধাররাজ শকুনির সঙ্গে মিলিত হয়ে কপট পাশাখেলার মন্ত্রণা করল। এই সমস্ত ব্যাপার আমি যেভাবে শুনেছি এবং বুঝেছি, সেই ভাবেই তোমাকে বলব। সঞ্জয় ! তুমি এবার সব শোনো।