আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

হিরণ্যগর্ভমাসীনং তস্মিংস্তু পরমাসনে |  ৮০   ক
পরিবৃত্যাসনাভ্যাসে বাসবেয়ঃ স্থিতো’ভবৎ ||  ৮০   খ
অনুবাদ

হিরণ্যগর্ভ ব্রহ্মা সেই উত্তম আসনে বসলেন। তখন উপরিচরবসুর ঔরসজাতা বাসবীর ছেলে অর্থাৎ সত্যবতীর ছেলে ব্যাসদেব ব্রহ্মাকে প্রদক্ষিণ করে তাঁর আসনের সামনে দাঁড়িয়ে রইলেন।

টিকা

ব্রহ্মাকেই হিরণ্যগর্ভ বলা হয়। আদ্যা প্রকৃতির সঙ্গে চৈতন্যস্বরূপ পুরুষের সংযোগে প্রথম যে ডিম্বাকার প্রাণবীজের আধার তৈরি হল, তাকেই হিরণ্যগর্ভ বলা হয়। তাঁর অপর নাম ব্রহ্মা, প্রজাপতি। দার্শনিক পণ্ডিতদের ভাষায় প্রকৃতির প্রথম ব্যক্তরূপ - the first evolute.