সৌতিঃ উবাচ
উপমন্যুকে এইভাবে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিলেন - গুরুদেব ! এই গোরুগুলির দুধ খেয়ে আমার জীবন চলছে। গুরু তাঁকে বললেন - এটা কিন্তু তোমার ঠিক কাজ হচ্ছে না, তোমার উপযুক্ত তো নয়ই। তোমাকে আমি কোনও অনুমতি দিইনি অথচ এইভাবে তুমি দুধ খেয়ে চলেছ।