আদি পর্ব  অধ্যায় ১

সঞ্জয়  উবাচ

মহৎসু রাজবংশেষু গুণৈঃ সমুদিতেষু চ |  ২৪৪   ক
জাতান্দিব্যাস্ত্রবিদুষঃ শত্রুপ্রতিমতেজসঃ ||  ২৪৪   খ
অনুবাদ

সেই রাজা-মহারাজাদের অনেকেই বড়ো বড়ো বংশে জন্মেছেন, অনেকেই তাঁরা সর্বগুণসম্পন্ন রাজা, উন্নতমানের উৎকৃষ্ট অস্ত্রশিক্ষা করে অনেকেই তাঁরা ইন্দ্রের সমান পরাক্রমী ছিলেন; কিন্তু তবুও একসময় তাঁদের অবধারিত মৃত্যুকে বরণ করতে হয়েছে।

টিকা