সৌতিঃ উবাচ
ধৃতরাষ্ট্র বলতে লাগলেন - শোনো সঞ্জয় ! যখন আমি শুনলাম - দ্রৌপদীর স্বয়ংবর সভায় অর্জুন ধনুকে গুণ পরিয়ে আশ্চর্যজনক ভাবে লক্ষ্যভেদ করে লক্ষ্যবস্তুকে মাটিতে নামিয়ে ফেলেছে এবং সভায় বসা রাজারা - যাঁরা এই দৃশ্য দেখছিলেন - তাঁদের সবাইকেই অগ্রাহ্য করে পাণ্ডবেরা দ্রৌপদীকে হরণ করে নিয়ে গেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।