সৌতিঃ উবাচ
সেই আপোদধৌম্যের বেদ নামে আরও একজন শিষ্য ছিলেন। তাঁকে আপোদধৌম্য আদেশ দিয়ে বললেন - বাছা বেদ ! এইখানে আমার বাড়িতে তুমি কিছুদিন থাক। তাতেই তোমার গুরুর সেবা হবে এবং তাতেই তোমার ভাল হবে।