সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম - অর্জুন সিন্ধুরাজ জয়দ্রথকে বধ করার প্রতিজ্ঞা করেছে এবং শত্রুব্যূহের মধ্যে প্রবেশ করে সে তার পূর্বোচ্চারিত প্রতিজ্ঞা রক্ষাও করেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।