সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম, মহাবীর দ্রোণাচার্য, কৃতবর্মা, কৃপাচার্য, কর্ণ, দ্রোণপুত্র অশ্বত্থামা এবং মদ্ররাজ শল্য সিন্ধুপতি জয়দ্রথকে যুদ্ধ করার জন্য চেতিয়ে তুললেন অথচ তাকে মরতে দেখেও আর কিছুই করলেন না বা করতে পারলেন না, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।