আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

দুর্যোধনং সমাগচ্ছন্নর্হণানি ততস্ততঃ |  ১৪৯   ক
মণিকাঞ্চনরত্নানি গোহস্ত্যশ্বধনানি চ ||  ১৪৯   খ
অনুবাদ

(রাজসূয় যজ্ঞে যুধিষ্ঠির দুর্যোধনকে ভার দিয়েছিলেন নিমন্ত্রিত রাজারাজড়াদের কাছ থেকে উপহার সংগ্রহ করার জন্য। তদনুযায়ী) চতুর্দিক থেকে নানারকমের মণি-রত্ন, উৎকৃষ্ট সোনা এবং যত পশুধন গোরু, হাতি, ঘোড়া - এই সব উপহার দুর্যোধনের কাছে আসতে লাগল যুধিষ্ঠিরের সাম্মানিক হিসেবে।

টিকা