সৌতিঃ উবাচ
দ্রোণপর্বে আরও যারা যুদ্ধে নিহত হয়েছিলেন, তাঁদের মধ্যে আছেন অলম্বুষ, শ্রুতায়ু, মহাপরাক্রমী জলসন্ধ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, মৎস্যরাজ বিরাট, মহারথী রাজা দ্রুপদ এবং মহাবীর ঘটোৎকচ ইত্যাদি অন্যান্য বীরেরা।