সঞ্জয়  উবাচ
মহারাজ! আপনি ভরতবংশের রাজা! আপনি শাস্ত্রজ্ঞানী এবং মেধাসম্পন্ন মানুষ ; আপনি বুদ্ধিমান এবং বিদ্বান-পণ্ডিতদের কাছে আপনি যথেষ্ট প্রিয়। যাঁদের বুদ্ধি শাস্ত্র-অনুসারে চলে, তাঁরা কখনও এইরকম মোহে আবিষ্ট হন না।