সৌতিঃ উবাচ
এই বৌদ্ধ সন্ন্যাসী আসলে ছিলেন সেই তক্ষক। দৌড়তে দৌড়তে তক্ষক উত্তঙ্কের কাছাকাছি নাগালের মধ্যে এলে উত্তঙ্ক তাঁকে ধরে ফেললেন। ধরামাত্রই তিনি সন্ন্যাসীর রূপ ছেড়ে তক্ষক রূপ ধারণ করে তক্ষনি মাটিতে তৈরি হওয়া একটি গভীর গর্তের মধ্যে প্রবেশ করলেন।