সৌতিঃ উবাচ
তারপর উত্তঙ্ক পৌষ্য রাজাকে বললেন - আচ্ছা, ঠিক আছে। এই কথা বলে উত্তঙ্ক পুবদিকে মুখ করে বসে হাত, পা এবং মুখ ধুয়ে শব্দহীন মুখে থুতু ছিটছে না এইভাবে ঠাণ্ডা এবং বুক পর্যন্ত যায় - এরকম ভাবে তিনবার জল পান করে, দুবার ঠোঁট ধুয়ে এবং মুখ প্রভৃতি সচ্ছিদ্র সমস্ত জায়গায় জলস্পর্শ করালেন। এইবার অত্যন্ত শুদ্ধ ভাবে তিনি রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করলেন।