সৌতিঃ উবাচ
উত্তঙ্ক পৌষ্য রাজাকে বললেন - অতএব আমি এবার যাই। এই বলে উত্তঙ্ক কুণ্ডল দুটি নিয়ে সেখান থেকে চলে গেলেন। পথে যেতে যেতে উত্তঙ্ক এবার এক উলঙ্গ বৌদ্ধ সন্ন্যাসীকে (ক্ষপণক) এইভাবে দেখতে পেলেন, যেন তিনি তাঁর দিকেই আসছেন এবং আশ্চর্য হল মাঝে মাঝে উত্তঙ্ক তাঁকে দেখতে পাচ্ছিলেন এবং মাঝে মাঝেই তিনি অদৃশ্য হয়ে যাচ্ছিলেন।