সৌতিঃ উবাচ
যিনি শ্রুতসেন নামে খ্যাত, তক্ষকের সেই ছোটো ভাই পাতাললোকে নাগদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভের জন্য সূর্যদেবের উপাসনা করেছিলেন এবং তিনিও কুরুক্ষেত্রে থাকতেন। সেই মহাত্মাকেও আমি সবসময় নমস্কার করি।