সৌতিঃ উবাচ
সৌতি উগ্রশ্রবা ঋষি-মুনি শ্রোতাদের জানালেন যে, সেই ব্রাহ্মণ ঋষি উত্তঙ্ক এই ভাবে সমস্ত শ্রেষ্ঠ নাগদের উদ্দেশে স্তবরচনা করলেন বটে, কিন্তু তবুও সেই কুণ্ডল দুটি তিনি ফিরে পেলেন না। তখন কিন্তু তাঁর বেশ দুশ্চিন্তা হল।