সৌতিঃ উবাচ
যিনি সেই সুপ্রাচীন কালে জলগর্ভ থেকে উৎপন্ন আগুনপানা ঘোড়াটিকে নিজের বাহন রূপে গ্রহণ করেছেন, এই তিন ভুবনের প্রভু জগতের ঈশ্বর সেই দেবরাজ ইন্দ্রকে আমি নমস্কার করি।