সৌতিঃ উবাচ
সেই ষাঁড়ের উপরে যে পুরুষটি বসেছিলেন, তিনি দেবরাজ ইন্দ্র। আর সেই ষাঁড়টির গোবর, যা তুমি খেয়েছ - সেটি হল অমৃত এবং সেই কারণেই তুমি নাগলোকে কোনও বিপদে পড়নি।