সৌতিঃ উবাচ
আপনাদের আর এক প্রকার কালচক্র আছে। বারোটি রাশি তার বারোটি সূক্ষ্ম দণ্ড। ছয়টি ঋতু তার মধ্যস্থানের চক্র। আর একটি বৎসর তার কেন্দ্রস্থল। এই চক্র অমৃত ধারণ করে আছে। সমস্ত কালাভিমানী দেবতারা এই চক্রের সঙ্গে যুক্ত হয়ে আছেন। হে অশ্বিনীকুমারদ্বয় ! আমার চক্ষুদুটি অন্ধ হয়ে যাওয়ায় দুঃখকাতর আমাকে এই সময় ত্যাগ করে যাবেন না।