আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

যুবাং দিশো জনয়থো দশাগ্রে সমানং মূর্ধ্নি রথযানং বিয়ন্তি |  ৬৩   ক
তাসাং যাতমৃষয়ো’নুপ্রয়ান্তি দেবা মনুষ্যাঃ ক্ষিতিমাচরন্তি ||  ৬৩   খ
অনুবাদ

আপনারা দুজন সৃষ্টির আরম্ভকাল থেকে পূর্ব-পশ্চিমাদি দশ দিক সৃষ্টি করে সেগুলির সম্বন্ধে প্রত্যয় ঘটান। সেই দিকগুলির মস্তক-স্বরূপ অন্তরীক্ষলোকে রথযান সূর্য এবং আকাশ ইত্যাদি পঞ্চভূতের জ্ঞানও আপনারাই সম্পন্ন করেন। সূর্যের গতি অনুসারে দিক গুলির অবস্থান দেখে ঋষিরাও সেই পথে গমন করেন। দেবতারা এবং মনুষ্যেরা স্বর্গলোকে এবং পৃথিবীতে আপনাদের ভাবনা মতোই নিজ নিজ ভূমিকা উপযোগ ঘটান,

টিকা