সৌতিঃ উবাচ
হে নাসত্য এবং দস্র নামের দুই অশ্বিনীকুমার ! আপনাদের পূজা করি আমি। আমি পূজা করি সেই আকাশকে, যে আকাশ আপনাদেরই সৃষ্টি। আপনারা সত্যময়, মৃত্যুহীন এবং সত্যবর্ধনকারী বলেই সত্যের পোষণ এবং বিস্তার আপনাদের মাধ্যমেই হয়। আপনাদের সাহায্য ছাড়া দেবতারাও সেই সনাতন সত্যকে লাভ করতে পারেন না।