সৌতিঃ উবাচ
অর্জুন এরপর প্রভাসতীর্থে এলে কৃষ্ণের সঙ্গে তাঁর দেখা হল। কৃষ্ণ অর্জুনকে দ্বারকায় নিয়ে এলে সেখানে কৃষ্ণভগিনী সুভদ্রার প্রতি তাঁর অনুরাগ জন্মেছিল। সুভদ্রাও অর্জুনের প্রতি অনুরক্তা হয়ে উঠেছিলেন। কৃষ্ণের অনুমতি-সমর্থনে অর্জুন সুভদ্রা স্ত্রী-রূপে লাভ করলেন।