আদি পর্ব  অধ্যায় ২

সৌতিঃ উবাচ

প্রভাসতীর্থ পার্থেন কৃষ্ণস্য চ সমাগমঃ |  ১২৪   ক
দ্বারকায়াং সুভদ্রা চ কাময়ানেন ভামিনী |  ১২৪   খ
বাসুদেবস্যানুমতে প্রাপ্তা চৈব কিরীটিনা ||  ১২৪   গ
অনুবাদ

অর্জুন এরপর প্রভাসতীর্থে এলে কৃষ্ণের সঙ্গে তাঁর দেখা হল। কৃষ্ণ অর্জুনকে দ্বারকায় নিয়ে এলে সেখানে কৃষ্ণভগিনী সুভদ্রার প্রতি তাঁর অনুরাগ জন্মেছিল। সুভদ্রাও অর্জুনের প্রতি অনুরক্তা হয়ে উঠেছিলেন। কৃষ্ণের অনুমতি-সমর্থনে অর্জুন সুভদ্রা স্ত্রী-রূপে লাভ করলেন।

টিকা