সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! যখন আমি শুনলাম - পাঁচ ভাই পাণ্ডব তাঁদের মা কুন্তীর সঙ্গে জতুগৃহ থেকে মুক্তিলাভ করেছে এবং তাঁদের প্রয়োজন সিদ্ধির জন্য বিদুর তাঁদের সাহায্য করেছেন, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।