সঞ্জয়  উবাচ
মহারাজ যযাতি, যাঁর রাজ্যের যজ্ঞশালাগুলি যজ্ঞের চিহ্ন যূপকাষ্ঠ দ্বারা অঙ্কিত হয়েছিল - তিনিও কিন্তু মারা গিয়েছেন। প্রাচীনকালে শৈব্য রাজা পুত্রের মৃত্যুশোকে অত্যন্ত কাতর হলে দেবর্ষি নারদ তাঁর পুত্রশোক দূর করার জন্য পূর্বোক্ত চব্বিশ জন রাজার জীবনকথা শৈব্যকে শুনিয়েছিলেন।