সৌতিঃ উবাচ
মহর্ষি বেদ এবার উত্তঙ্ককে অনুমতি দিয়ে বললেন - অতএব সৌম্য ! এবার তুমি যেতে পার। আমি তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি মঙ্গল লাভ কর। উত্তঙ্কের গুরু মহর্ষি বেদ এই অনুমতি দিলে বিদ্যা এবং অধ্যাত্মগুণের মাহাত্ম্যে ঐশ্বর্যশালী উত্তঙ্ক তক্ষকের ওপর প্রতিশোধ নেবার ইচ্ছায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হস্তিনাপুরের দিকে প্রস্থান করলেন।