আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

বহূনি সম্পরিক্রম্য তীর্থান্যায়তনানি চ |  ১৪   ক
সমন্তপঞ্চকং নাম পুণ্যং দ্বিজনিষেবিতম‌্ ||  ১৪   খ
অনুবাদ

বৈশম্পায়নের মুখে মহাভারতের সেই সব কথা শুনে আমি নানা তীর্থে ঘুরে বেড়ালাম, কত শত পুণ্যক্ষেত্রে, দেবালয়ে। অবশেষে গেলাম সেই পবিত্র সমন্তপঞ্চক নামের জায়গাটাতে। ব্রাহ্মণরা এই জায়গাটাকে খুব পছন্দ করেন, বহু ব্রাহ্মণের বাস সেখানে।

টিকা

সমন্তপঞ্চক বস্তুত কুরুক্ষেত্রই, যেখানে কুরু-পাণ্ডব এবং অন্যান্য পক্ষপাতী রাজাদের মহাযুদ্ধ হয়েছিল। পণ্ডিতেরা অনেকে সমন্তপঞ্চককে কুরুক্ষেত্রের local নামও বলেছেন। থানেশ্বর-কুরুক্ষেত্রের মধ্যেই সমন্তপঞ্চকের বর্তমান অবস্থিতি।