সৌতিঃ উবাচ
পরে কৃষ্ণ কেশী দানব, কালযবন এবং কালনেমিকে বধ করেন। পরবর্তী সময়ে কৃষ্ণ আশ্চর্যকর্মা বাণ রাজার সহস্র বাহু ছিন্ন করেন এবং যুদ্ধের মাধ্যমে আপন পৌত্র অনিরুদ্ধ এবং তাঁর পত্নী ঊষাকে মুক্ত করে আনেন।