সৌতিঃ উবাচ
সৌতি বললেন - শুনুন ব্রাহ্মণেরা ! সবসময়েই সবিষয়ে যারা উন্নতি চাইছেন, সেইরকম আপনাদের সকলের ধর্মে মতি হোক। কারণ একমাত্র ধর্মই পরলোকপ্রাপ্ত ব্যক্তির বন্ধু হতে পারে। অত্যন্ত নিপুণ এবং ভালভাবে সেবা করার পরেও অর্থ এবং স্ত্রীলোকেরা সর্বদা বিশ্বাসভাজন হয়ে উঠতে পারেন না এবং হয়তো এই অর্থ এবং স্ত্রীরা গৃহমধ্যে সবসময় স্থিরতাও লাভ করেন না।