সৌতিঃ উবাচ
মুনি-ঋষিদের কথায় বালকদের পাণ্ডুপুত্র পাণ্ডব বলে জেনে কুরুবংশীয় মানুষেরা তো বটেই, আর হস্তিনাপুরের অভিজাত শিষ্ট মানুষেরা এবং তাঁদের সঙ্গে পুরবাসীরাও সকলে আনন্দে চিৎকার-কোলাহল করতে লাগলেন।