আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

ত্রয়স্ত্রিংশৎ সহস্রাণি ত্রয়স্ত্রিংশচ্ছতানি চ |  ৫০   ক
ত্রয়স্ত্রিংশচ্চ দেবানাং সৃষ্টিঃ সংক্ষেপলক্ষণা ||  ৫০   খ
অনুবাদ

সংক্ষেপে বলতে গেলে এই অনাদ্যনন্ত কালের মধ্যে তেত্রিশ হাজার, তেত্রিশ শ’ তেত্রিশ জন দেবতার সৃষ্টি হয়েছিল।

টিকা

বৈদিক পরম্পরা অনুযায়ী দেবতার সংখ্যা শুধুই তেত্রিশ - ত্রয়স্ত্রিংশৎ দেবাঃ—একথা বলা হয়েছে বৈদিক কালের কোষগ্রন্থ নিরুক্তের মধ্যে। আসলে এই তেত্রিশ জন দেবতাই তেত্রিশ হাজার তেত্রিশ শ তেত্রিশ জন দেবতার মৌল রূপ। পৌরাণিকদের মতে এই তেত্রিশজন দেবতা হলেন—অষ্ট বসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র এবং প্রজাপতি।