সৌতিঃ উবাচ
মহর্ষি বেদ বললেন - শোনো ওহে উত্তঙ্ক ! আমার এই গৃহে যা কিছু সমস্যা দেখা দেবে, যা কিছু গোলমাল হবে, তুমি সেগুলো সামলাবে এবং সব কিছুর সমাধানও তুমি করবে - আমি এরকমটাই চাই। উত্তঙ্ককে এইভাবে নির্দেশ-আদেশ দিয়ে মহর্ষি বেদ অন্য দেশে চলে গেলেন।