সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! আমি যখন শুনলাম - সাধারণ মানুষ যে জায়গায় যেতে পারেনা সেইখানে গিয়ে ভীম এবং অন্যান্য পাণ্ডবেরা বিশ্রবার পুত্র বৈশ্রবণ কুবেরের সঙ্গে মিলিত হয়েছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।