সৌতিঃ উবাচ
কুন্তীর এই গূঢ়জ পুত্রের বর্ণনা শেষের মধ্য দিয়েই মহর্ষি বেদব্যাস মহাভারতের একাদশ পর্ব লেখা শেষ করলেন, যার অন্য নাম স্ত্রীপর্ব। এই পর্ব সমস্ত মহাভারত-শ্রোতার মনে শোকদিগ্ধ বিকলতা উৎপাদন করে।