সৌতিঃ উবাচ
প্রাচীন কালে সমস্ত দেবতারা একত্র হয়ে পরিমাণ বোঝার জন্য একটি মানদণ্ডের এক দিকে চারটি বেদ এবং অন্যদিকে একটিমাত্র মহাভারত রেখেছিলেন। তাতে দেখা গেল, উপনিষৎ সহ চারটি বেদ এবং মহাভারতের পরিমাণ নির্ধারণে মহাভারত গ্রন্থটির ভার সরহস্য বেদগুলির থেকে অনেক বেশি।