সৌতিঃ উবাচ
যে মহাত্মা বজ্রকে ধারণ করেন এবং যিনি পৃথিবীকে পালন করেন, যিনি বৃত্রাসুরের হন্তা এবং নমুচি দানবকে যিনি বধ করেছেন, যিনি কালো রঙের দুটি কাপড় পড়েন এবং যিনি এই মনুষ্যলোকে সত্য এবং মিথ্যার পার্থক্য বিচার করে ফল দেন - সেই দেবরাজ ইন্দ্রকে আমি নমস্কার করি।