রাম  উবাচ
এই সমন্তপঞ্চক নামক জায়গাটি যেমন পুণ্যময়, তেমনই রমণীয় বলে বিখ্যাত হয়েছে। আপনারা সব সদাচারী ব্রাহ্মণ! বহুতর ব্রত পালন করে আপনারা প্রতিষ্ঠা লাভ করেছেন। আপনাদের কাছে বললে বুঝবেন বলেই এই তিন ভুবনে এই সমন্তপঞ্চক নামক জায়গাটি যেভাবে বিখ্যাত হয়েছে, তা সব আপনাদের বললাম।