সঞ্জয়  উবাচ
মহারাজ! পাণ্ডবদের আপনি কী ভাবে নিগ্রহ করেছেন এবং দুর্যোধনদের আপনি কী ভাবে অনুগ্রহ করেছেন তা আপনিই জানেন। আপনার পুত্রেরা যাতে বেঁচে থাকে সেদিকে যে খুব ধ্যান ছিল কিংবা অনুবৃত্তি ছিল তাও তো আমরা তেমন করে শুনিনি।