সৌতিঃ উবাচ
উত্তঙ্ক সেই গর্তের মধ্যে ঢুকে পড়লেন তক্ষকের খোঁজে। সেখানে প্রবেশ করে দেখলেন - সেই নাগলোকের কোনও সীমা-পরিসীমা নেই। অনেক রকমের প্রাসাদোপম গৃহ সেখানে দেখতে পেলেন তিনি। দেখতে পেলেন অনেক অনেক ধনীদের গৃহ - সেসব গৃহে অনেক অনেক চন্দ্রশালাও আছে এবং আছে বহুতর ধারণস্তম্ভ। আর আছে নানাপ্রকারের আশ্চর্য ধরণের খেলার জায়গা। উত্তঙ্ক সেখানে গিয়ে পাতালস্থিত নাগদের স্তব করতে লাগলেন ছন্দোবৃত্তে।