সৌতিঃ উবাচ
স্বর্গলোক থেকে ফিরে এসে অর্জুন বুদ্ধিমান রাজা যুধিষ্ঠিরের কাছে তাঁর পূর্বকৃত রাক্ষস-দানব বধের কাহিনী সবিস্তারে শোনালেন। এরপর ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে স্বর্গলোকে প্রাপ্ত দিব্য অস্ত্রগুলি দেখাতে শুরু করলেন।