আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

উপাধ্যায়িনী তে ঋতুমতী উপাধ্যায়শ্চ প্রোষিতী’স্যাযথা’য়মৃতুর্বন্ধ্যো ন ভবতি তথা ক্রিয়তামষা বিষীদতীতি |  ৮৪   ক
অনুবাদ

তাঁরা বললেন - তোমার গুরুপত্নী ঋতুমতী হয়েছেন এবং তোমার গুরু বিদেশে আছেন। তোমার গুরুপত্নী তাঁর ঋতুকাল ব্যর্থ হবে বলে দুঃখিত হয়ে আছেন। অতএব তাঁর ঋতুকাল যাতে ব্যর্থ নিষ্ফল না হয়, তুমি সেরকম ব্যবস্থা কর।

টিকা