সৌতিঃ উবাচ
তাঁরা বললেন - তোমার গুরুপত্নী ঋতুমতী হয়েছেন এবং তোমার গুরু বিদেশে আছেন। তোমার গুরুপত্নী তাঁর ঋতুকাল ব্যর্থ হবে বলে দুঃখিত হয়ে আছেন। অতএব তাঁর ঋতুকাল যাতে ব্যর্থ নিষ্ফল না হয়, তুমি সেরকম ব্যবস্থা কর।