সৌতিঃ উবাচ
গুরু আপোদধৌম্য উপমন্যুর কাছ থেকে সমস্ত ভিক্ষাবস্তুই নিয়ে নিতে লাগলেন। উপমন্যু ভাবলেন, তাহলে এমনটাই চলতে থাকুক। এই ভেবে আবার তিনি গোরুগুলির দেখাশোনায় মন দিলেন। দিনের বেলা গোরু চড়িয়ে সন্ধ্যাবেলায় গুরুর বাড়িতে এসে গুরুকে প্রণাম করে সামনে দাঁড়াতেন।