আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

মুখেন গর্ভং লভেতাং যুবানৌ গতাসুরেতৎপ্রপদেন সূতে |  ৬৬   ক
সদ্যো জাতো মাতরমত্তি গর্ভংস্তাবশ্বিনৌ মুঞ্চথো জীবসে গাঃ ||  ৬৬   খ
অনুবাদ

হে দুই অশ্বিনীকুমার ! সমস্ত নরনারী সন্তানোৎপত্তির জন্য প্রথমে মুখ দিয়ে অন্ন গ্রহণ করে অর্থাৎ তারা প্রথমে অন্ন-রূপ গর্ভ ধারণ করে। সেই অন্ন রেতোরূপে পুরুষের মধ্যে পরিণত হয় আর শোণিতরূপে স্ত্রীলোকের মধ্যে পরিণত হয়। তারপর নরনারী লিঙ্গমুখের দ্বারা গর্ভধারণ করে। সেই মৃতবৎ গর্ভস্থ সন্তানদের আপনারাই চেতনা দান করেন। গর্ভস্থ সন্তান জন্মমাত্রেই মাতৃদুগ্ধ পান করে জীবনধারণ করে। সেই আপনারা আমার জীবন বাঁচানোর আমার নেত্রেন্দ্রিয়ে দেখার শক্তি ফিরিয়ে দিন।

টিকা